আজকের প্রভাত ডেস্ক
সোমবার থেকে সচিবালয়ে সীমিত আকারে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। রোববার দুপুর পৌনে ২টায় সচিবালয়ের সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের জন্য তিন হাজারের বেশি কার্ড দেয়া হয়েছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, ‘তবে সাংবাদিকতার আড়ালে অনেক অসাংবাদিক এসব কার্ড ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে।’
তিনি বলেন, ‘নিরাপত্তার স্বার্থে এই কার্ডগুলো পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছি।’ তবে পেশাদার সাংবাদিকদের অবশ্য এই বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই বলে জানান তিনি।
উল্লেখ্য, সাংবাদিকদের সব ধরনের প্রবেশ পাস বন্ধ থাকায় তারা আজ সচিবালয়ে প্রবেশ করতে পারেননি। তাই সকাল থেকেই সচিবালয় এক নম্বর গেটের সামনে জড়ো হন ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা।