বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ, ১৪৩১

সরিষাবাড়ীতে লেবেল ক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় গুড়িয়ে গেলো ট্রাক

editor
জানুয়ারি ৮, ২০২৫ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

এস এম খুররম আজাদ: জামালপুরের সরিষাবাড়ীতে লেবেল ক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় ট্রাকের বডি, চেসিস ইন্জিন গুড়ো হয়ে বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছে। দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছে। এ কারণে জামালপুর-সরিষাবাড়ী রেলপথে প্রায় ৪-৫ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিলো।
বুধবার (৮ জানুয়ারি) ভোর ৪টা ৪৫ মিনিটে সরিষাবাড়ী পৌরসভার তালুকদার বাড়ি মোড় লেবেল ক্রসিংয়ে এ দূর্ঘনা ঘটে।
স্থানীয়রা জানান, ভূঞাপুর থেকে ছেড়ে আসা নাসিরাবাদ চট্টগ্রাম এক্সপ্রেস ট্রেনটি (৩৮ মেইল) তালুকদার বাড়ি মোড় লেবেল ক্রসিং অতিক্রমের সময় তারাকান্দি থেকে ছেড়ে আসা একটি সারবোঝাই ট্রাককে ধাক্কা দেয়। সংঘর্ষে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রেনচালক, ট্রাকচালক ও হেলপার গুরুতর আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
জানা গেছে, লেবেল ক্রসিংয়ে দায়িত্বরত সিগন্যাল গেটম্যান না থাকায় এমন দুর্ঘটনা ঘটে। ট্রাকটির নাম্বার ঢাকা মেট্রো- ট ২২- ৬৩২২ । দূর্ঘটনার প্রাক্কালে ট্রেনচালক বুঝতে পেরে ট্রেনের গতি দ্রুত কমিয়ে আনতে সক্ষম হন, যার ফলে যাত্রীদের কোনো ক্ষয় ক্ষতি হয়নি।
জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার দেওয়ান হারুন বলেন, “দুর্ঘটনার কারণে ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। ট্রাকটি সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।”
জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, “গেটম্যান না থাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ তদন্ত করে রেলওয়ে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।