শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ, ১৪৩১

সুইড় সরিষাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

editor
ডিসেম্বর ৩১, ২০২৪ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

এস এম খুররম আজাদঃ জামালপুরের সরিষাবাড়ীতে সুইড় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ১৫০ জনের মধ্যে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে সুইড় সরিষাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মাঠে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন সরিষাবাড়ী উপজেলা প্রশাসন।
কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন, সরিষাবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল (শুভ), সুইড় সরিষাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, সমবায় কর্মকর্তা আব্দুল হালিম, পাট কর্মকর্তা আওরঙ্গজেব, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আলহাজ্ব আসাদুল্লাহ, সাধারণ সম্পাদক আবুল হোসেন , শিক্ষক মন্টু লাল তেওয়ারী সহ শিক্ষক কর্মচারী শিক্ষার্থীর অভিভাবক গণ উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল শুভ বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত শীতবস্ত্র প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হচ্ছে। ছিন্নমূল ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ অব্যাহত থাকবে। প্রতিবন্ধীদের সমাজের বোঝা ভাবা যাবেনা। সহযোগিতার জন্য তাদের পাশে দাঁড়াতে হবে।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।