এস এম খুররম আজাদঃ জামালপুরের সরিষাবাড়ীতে সুইড় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ১৫০ জনের মধ্যে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে সুইড় সরিষাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মাঠে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন সরিষাবাড়ী উপজেলা প্রশাসন।
কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন, সরিষাবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল (শুভ), সুইড় সরিষাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, সমবায় কর্মকর্তা আব্দুল হালিম, পাট কর্মকর্তা আওরঙ্গজেব, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আলহাজ্ব আসাদুল্লাহ, সাধারণ সম্পাদক আবুল হোসেন , শিক্ষক মন্টু লাল তেওয়ারী সহ শিক্ষক কর্মচারী শিক্ষার্থীর অভিভাবক গণ উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল শুভ বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত শীতবস্ত্র প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হচ্ছে। ছিন্নমূল ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ অব্যাহত থাকবে। প্রতিবন্ধীদের সমাজের বোঝা ভাবা যাবেনা। সহযোগিতার জন্য তাদের পাশে দাঁড়াতে হবে।