বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ, ১৪৩১

হাসিনার দেশে ফেরার সিদ্ধান্ত নেয়নি পরিবার: জয়

admin
ডিসেম্বর ২৬, ২০২৪ ১২:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত ডেস্ক
সজীব ওয়াজেদ জয় বলেছেন, তার মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার বিষয়ে পরিবার সিদ্ধান্ত নেয়নি। তাকে অন্য কোথাও আশ্রয় নেয়ারও আহ্বান জানায়নি নয়াদিল্লি। পাশাপাশি ১২৬৫ কোটি ডলারের বিদ্যুৎকেন্দ্রের চুক্তির দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। জয় হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও সরকারে থাকার সময় তার উপদেষ্টা। দুর্নীতির অভিযোগ সম্পর্কে তিনি বলেছেন, এই অভিযোগ পুরোপুরি মিথ্যা এবং অপপ্রচার। ওয়াশিংটন ডিসি থেকে তিনি বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা বলেছেন। রাশিয়ার রাষ্ট্র মালিকানাধীন রোসাটম সমর্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুর্নীতি, অর্থ আত্মসাৎ এবং অর্থ পাচারের অভিযোগে সোমবার বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করেছে। রয়টার্স বলছে, দুটি বিদ্যুৎকেন্দ্রের চুক্তি স্বাক্ষরিত হয় ২০১৫ সালে। এর প্রতিটির সক্ষমতা ১২০০ মেগাওয়াট। কমিশন অভিযোগ করেছে, প্রায় ৫০০ কোটি ডলারের অনিয়মের সঙ্গে জড়িত শেখ হাসিনা, তার ছেলে জয়, হাসিনার ভাগ্নি ও বৃটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক। অভিযোগ আছে, তারা অফসোর অ্যাকাউন্ট ব্যবহার করে এসব অর্থ সরিয়ে নিয়েছেন। তবে বিশ্বের সবচেয়ে বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম সরবরাহকারী রোসাটম এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, রূপপুর পারমাণবিক প্রকল্পকে হেয় করার জন্য মিথ্যা তথ্য দেয়া হচ্ছে। এ বিষয়ে তারা নিজেদের স্বার্থ রক্ষা এবং আদালতে সুনাম রক্ষার জন্য প্রস্তুত বলে জানিয়েছে।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial