রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৫ মাঘ, ১৪৩১

অবশেষে ১০ ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ

editor
জুন ২৭, ২০২৪ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

এসএম জুবায়ের: সিলেটের ফেঞ্চুগঞ্জে চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটির দুটি বগি লাইনচ্যুতের ১০ ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ। ট্রেন দুর্ঘটনার পর ভোর রাতে কুলাউড়া স্টেশনে আটকে পড়া জয়ন্তিকা এক্সপ্রেস চালুর মাধ্যমে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু হয়।
বুধবার (২৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও-মোগলাবাজার সেকশনের কটালপুরে চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার পর কুলাউড়া ও আখাউড়া থেকে রিফিল ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে।
ট্রেনের যাত্রী ও স্থানীয়রা জানিয়েছে, দ্রুতগামী ট্রেনটির চলার মধ্যেই কয়েকটি কামরা বিচ্ছিন্ন হয়ে পড়ে। টের পেয়ে ট্রেনের সামনের অংশ হঠাৎ গতি কমালে দুটি অংশের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। এ সময় আতঙ্কে ট্রেনের কয়েক যাত্রী লাফ দিয়ে পাশের খালে গিয়ে পড়েন বলে জানান স্থানীয়রা। এতে বিশেষ কোন ক্ষয়ক্ষতি হয়নি।
কুলাউড়া রেলওয়ে স্টেশনের ম্যানেজার রুমান আহমদ দুর্ঘটনার ১০ ঘন্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।