ক্রীড়া প্রতিবেদক : দেশের ফুটবল ২০১৭ সালকে বিদায় জানিয়েছে দারুণ এক অর্জনে। সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে মেয়েরা। মারিয়া-শামসুন্নাহারদের এই সফলতাকে স্বীকৃতি দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আগামীকাল সংবর্ধনা দেওয়া হবে শিরোপা জয়ী এই দলকে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন বুধবার এক বিজ্ঞপ্তিতে জানায়, ৪ জানুয়ারি আগামীকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় সাফ চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দিতে গণভবনে এক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের আমন্ত্রণ জানিয়েছেন।
গত ২৪ ডিসেম্বর ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশের মেয়েরা। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে উচ্ছ্বসিত কোচ গোলাম রব্বানী ছোটন, এটা আমাদের জন্য বড় প্রাপ্তি। প্রধানমন্ত্রী ডেকেছেন, সংবর্ধনা দেবেন। খেলোয়াড়রা উজ্জীবিত হবে। আরও ভালো খেলার জন্য অনুপ্রেরণা হবে এটা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।