আজকের প্রভাত প্রতিবেদক: তরুণদের সামাজিক অলাভজনক একটি সংগঠন নাম ফর দ্যা পিপলস্ ফাউন্ডেশন। এই সংগঠন টি কাজ করেন সমাজের দুস্থ অসহায় মানুষদের জন্য। শুধু তাই নয় ক্যান্সারে আক্রান্ত শিশু কিশোরদের চিকিৎসায় আর্থিক সাহায্য করে তাদের জীবন বাঁচানোই এই সংগঠনটির মূল লক্ষ্য। এই ফাউন্ডেশনে স্বেচ্ছায় শ্রম দিচ্ছে শত শত শিক্ষিত তরুণ-তরুণীরা। ফর দ্যা পিপলস ফাউন্ডেশন এই রমজানের পুরো মাসজুড়ে অসহায় মানুষকে ইফতারি বিতরণ কর্মসূচি চালু করেছেন যা প্রতিনিয়ত চলবে । ইতি মধ্যে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট এবং হাসপাতালে ৩০০ রোগীদের মাঝে ইফতার বিতরণ সম্পন্ন করেছেন। এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ শাকিল আহমেদ এবং সাধারণ সম্পাদক আশফাকুল ইসলাম পলাশ ওনারা দুজনেই দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে অসহায় মানুষদের জন্য । তাদের চিন্তা ভাবনা হলো বাংলাদেশকে একটি অভাব ও দারিদ্র মুক্ত রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে চিহ্নিত করা এবং অসহায় দারিদ্র শিশুদেরকে এই দেশের ভবিষ্যৎ জনসম্পদ হিসেবে গড়ে তোলা ।