এসএম জুবায়ের: সিলেটের “সিলেট-ভোলাগঞ্জ” বঙ্গবন্ধু মহাসড়কে ট্রাক ও প্রাইভেট কার সংঘর্ষে স্ত্রী সহ এক সাংবাদিক নিহত হয়েছেন। নিহত ওই সাংবাদিক মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বড়ধামাই গ্রামের আব্দুল মালেকের ছেলে আবদুস সবুর মিয়া (২৭) ও তার স্ত্রী রাহেনা আক্তার (২২)। সোমবার (১ জুলাই) সন্ধ্যায় সিলেট ওসমানী বিমানবন্দর সংলগ্ন ধোপাগুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্ত্রীসহ সাংবাদিক সবুরের মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো জেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এ সড়ক দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সিলেট শহরের দিকে প্রাইভেট কারে করে ৫ জন আসছিলেন। ধোপাগুল এলাকায় আসার পরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে তাঁদের গাড়ির ধাক্কা লাগে। এতে দুজন ঘটনাস্থলেই মারা যান। আর তিনজন আহত হয়েছেন। তাঁদের অবস্থাও গুরুতর। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া জানান, দাঁড়ানো ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেট কারের দুই যাত্রী মারা গেছেন। এ ঘটনায় আরো তিন জন আহত হয়েছেন। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর আহতদের উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।