শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ, ১৪৩১

ছিনতাইকারীদের হামলায় যাত্রী নিহত

admin
অক্টোবর ২৯, ২০২৪ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত ডেস্ক:
সাভারে ছিনতাইকারীদের হামলায় এক যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে আরিচা মহাসড়কের সাভার নিউ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গাড়ি থেকে নামার পর কয়েকজন ছিনতাইকারী তাকে গতিরোধ করে মালামাল ছিনতাইয়ের সময় তাকে ছুরিকাঘাত করে। নিহতের জাতীয় পরিচয় পত্র থেকে জানা যায়-তার নাম আসাদুজ্জামান (৩৮)। তিনি রংপুর তারাগঞ্জের আবু বক্করের ছেলে।
সাভার মডেল থানার উপপরিদর্শক মাহবুব বলেন, নিহতের হাতে এবং রানে কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। সাভারে কোথায় থাকে এবং কি করে তা বিস্তারিত পাওয়া যায়নি।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে এবং একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সাভার মডেল থানার মামলা মামলা হয়েছে। মামলা নং ৫৫, ধারা-৩৯৪ পেনাল কোড।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।