মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ, ১৪৩১

শহীদ মিনারে আরাফাতের জানাযা

admin
ডিসেম্বর ২৩, ২০২৪ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত ডেস্ক

কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ আরাফাতের (১২) জানাযা অনুষ্ঠিত হয়েছে। এতে সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানসহ বিশিষ্টজনরা অংশ নেন।
জানাযায় ইমামতি করেন আরাফাতের বড় ভাই হাসান আলী । পরে একটি মিছিল বের হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।
এর আগে রোববার রাত সাড়ে ১০টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসারত অবস্থায় কার্ডিয়াক অ্যারেস্ট (হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ) হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন আরাফাত।
গত ৫ আগস্ট উত্তরা আজমপুর থানার সামনে পুলিশের গুলিতে আহত হয় আরাফাত। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় দুটি বেসরকারি হাসপাতালে এবং পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থা সঙ্কটাপন্ন দেখে সেখানকার চিকিৎসকেরা সিএমএইচ-ভর্তির সুপারিশ করেন৷ সেখানেই সাড়ে চার মাস ধরে চিকিৎসাধীন ছিল আরাফাত। রোববার রাতে ম্যাসিভ হার্টঅ্যাটাক হলে মারা যায় আরাফাত।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial