এস এম খুররম আজাদঃ জামালপুরের সরিষাবাড়ীতে এনআরবিসি ব্যাংক এর শুভ উদ্বোধন করা হয়েছে। ১২/০১/২০২৫ তারিখে রোববার আরামনগর বাজারে উপশাখা হিসেবে এই ব্যাংটির শুভ উদ্বোধন করা হয়।
সরিষাবাড়ীতে ২৪৯ তম উপশাখা হিসেবে প্রধান অতিথির আসনে উপবিষ্ট হয়ে শাখাটির শুভ উদ্বোধন করেন জামালপুর জেলা বিএনপি’র সভাপতি মো: ফরিদুল কবির তালুকদার শামীম। এ সময় তিনি বলেন, যারা এই ব্যংকে একাউন্ট খুলবে এদের মধ্যে ভালো মানুষও আছে, আবার খারাপও আছে, অনেকেই রাজনৈতিক নেতৃত্বস্থানীয়দের সুপারিশে লোন নিয়ে সেই লোন খেলাপি করেন। বিগত সরকার ও তার মতাদর্শীরা প্রভাব খাটিয়ে দেশের সর্বত্রই ব্যাংক গুলোকে দেউলিয়া করেছে, তাই আর এমন হতে দেওয়া যাবেনা। তিনি ব্যাংক কর্তৃপক্ষকে উদ্দেশ্য আরও বলেন, আপনাদের সৌহার্দতা ও সম্মান দেখে আমি অনেক খুশি হয়েছি তাই আমিও এই ব্যাংকে একটি একাউন্ট খুলবো।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার এ.ভি.পি. ও এরিয়া ইনচার্জ নাহিদুর রহমান। তিনি বক্তব্যকালে বলেন, আমার চাকরির জীবনে এহেন দিকনির্দেশনা মূলক কথপোকথন আগে কেউ শুনায়নি যা আজ শুনলাম ফরিদুল কবীর তালুকদার শামীম ভাইএর কাছ থেকে। এসময় আরো বক্তব্য রাখেন আরাম নগর বাজার উপ শাখার সাবব্রাঞ্চ ইনচার্জ মামুনুর রশিদ, বিশেষ অতিথি সরিষাবাড়ী থানার এস আই সাইফুল ইসলাম, সভাপতি, সরিষাবাড়ী বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম রনজু, বিশিষ্ট ব্যবসায়ী সরিষাবাড়ী পৌর বিএনপি’র ২নং ওয়ার্ডের সভাপতি আব্দুল মালেক, এরিয়া ইনচার্জ, জামালপুর, শেরপুর ও টাঙ্গাইল জেলা এফ.এ.ভি.পি. মাহাদী হাসান, পূর্বধলা শাখার প্রধান, আল-আমীন, সাংবাদিক মমিনুল ইসলাম কিসমত ও সাবেক ভিপি শহিদুল্লাহ প্রমুখ ।
এছাড়াও বিভিন্ন সাংবাদিকবৃন্দ ও উপজেলার বিশিষ্ট ব্যবাসায়ী সহ সম্মানিত ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি পরিচালনা করেন নেত্রকোনা উপ শাখার ইনচার্জ সুমন পাল।
উল্লেখ্য যে, ১০৯ শাখা ও ২৪৯ টি উপশাখা সহ ৭৫০ টিরও বেশি পয়েন্টে এন আর বি সি ব্যাংক সেবা দিয়ে যাচ্ছে।