শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৪ মাঘ, ১৪৩১

‘রোববার থেকে কার্যকর হবে গাজা যুদ্ধবিরতি’

admin
জানুয়ারি ১৬, ২০২৫ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত ডেস্ক
ইসরাইল ও হামাসের মধ্যে শেষ মুহূর্তে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তির প্রতি আস্থা প্রকাশ করেছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক যোগাযোগ উপদেষ্টা জন কিরবি। তিনি আশা করছেন, রোববার থেকে শুরু হবে এই যুদ্ধবিরতি। তবে শেষ সময়ে চুক্তিটি অনুমোদনের অপেক্ষায় আছে ইসরাইলের মন্ত্রিপরিষদে। জন কিরবি বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেসব ইস্যু উত্থাপন করেছেন তা নিয়ে কাজ করছে মার্কিন টিম। তা সত্ত্বেও রোববার থেকে চুক্তি কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এই চুক্তিতে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রভাব বিস্তারের প্রসঙ্গে জন কিরবি বলেন, হামাসকে বিচ্ছিন্ন করে দেয়া এবং দুর্বল করে দেয়াই ছিল প্রধান সিদ্ধান্ত গ্রহণের ফ্যাক্টর। তবে ট্রাম্পের সমর্থন অবশ্যই সহায়ক হয়েছে। এ বিষয়ে কোনো সন্দেহ বা প্রশ্নের অবকাশ নেই।

 

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।