আজকের প্রভাত প্রতিবেদক : ওমেরা এলপিজি কোম্পানির বিক্রয় প্রতিনিধি ও পরিবেশকের মধ্যে আভ্যন্তরীণ সম্পর্ক তৈরিতে এক মিলনমেলার আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুপুরে ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‘পার্টনারশীপ ফর সাকসেস’ শীরোনাম নিয়ে আয়োজিত অনু্ষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরি।
তিনি প্রতিষ্ঠানটির সর্বস্তরে বিক্রয় প্রতিনিধি ও পরিবেশকের মধ্যে ইতিবাচক সম্পর্ক ও ভবিষ্যৎ লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রয়াশ বজায় রাখতে সবাইকে উদ্বুদ্ধ করেন। সেই সাথে সকলকে নিয়ে বাংলাদেশের এলপিজি ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখে নিজ নিজ জায়গা থেকে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইস্ট কোস্ট গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তানজিল চৌধুরী, ওমেরা পেট্রোলিয়াম ও ওমেরা সিলিন্ডারের সিইও শামসুল হক, চিফ ফাইনান্সিয়াল অফিসার আক্তার হোসেইন সান্নামাত এবং হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং কাজী আশিকুর রহমান। এছাড়াও এতে ওমেরা এলপিজির বিক্রয় প্রতিনিধি ও সারাদেশের সকল পরিবেশকরা উপস্থিত ছিলেন।