শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ, ১৪৩১

বাজারে নিয়ে এলো নতুন মডেলের এলজি গেমিং মনিটর

Sumon Chowdhury
এপ্রিল ১২, ২০১৮ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত প্রতিবেদক : এলজি নিয়ে এলো সর্ম্পূণ নতুন ৩২জিকে৮৫০ মডেলের মনিটর। ভিএ প্যানেল টাইপের মনিটরটির রেজুলেশন ২৫৬০*১৪৪০ কিউএইচডি এবং ভিউইং এঙ্গেল ১৭৮/১৭৮।
৩২ ইঞ্চির থ্রি সাইড আল্ট্রা-স্লিম বেজল মনিটরটি স্ফেরি লাইটিং টেকনোলজি সমৃদ্ধ। এছাড়াও এতে রয়েছে এনভিডিয়া জি-সিঙ্ক টেকনোলজি হাইট. পিভট এবং এডজাস্টেবল সুইভেল যার রিফ্রেশ রেট ১৪৪ হার্জ এবং ওভার লুক ১৬৫ হার্জ। পাশাপাশি এতে রয়েছে এইচডিএমআই, ইউএসবি ৩.০র এবং ডিসপ্লে পোট ।
আকর্ষণীয় ফিচার সমৃদ্ধ গেমিং মনিটরটির মূল্য ৯৩,০০০ টাকা।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।