মোঃ জাহিদ, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ।কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ করে শনিবার (১৪ এপ্রিল) সকাল ৯টার দিকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভিন,জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী,পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম,সিভিল সার্জন ডা. মোঃ আমিনুল ইসলাম,কুড়িগ্রাম পৌর মেয়র আব্দুল জলিল সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহন করেন।
এছাড়াও জেলার উলিপুর,রাজিবপুর,চিলমারী, রাজারহাট,রৌমারী,নাগেশ্বরী সহ প্রত্যেক উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।