আজকের প্রভাত প্রতিবেদক : নেটগিয়ারের নাইটহক সিরিজের নতুন ওয়াইফাই রাউটার বাজারে এনেছে কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেড। এটির মডেল রাউটার আর৭৮০০।
ডুয়েল ব্যান্ড কোয়াড স্ট্রিম এসি২৬০০ রাউটারটিতে সাচ্ছন্দে গেমস খেলা ও ভিডিও স্ট্রিমিং এর জন্য শক্তিশালী ১.৭ গিগাহার্জ ডুয়েল কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে।
প্রতি সেকেন্ড ২.৫৩ গিগাবাইট ওয়াইফাই গতির এই রাউটারটিতে সর্বোচ্চ রেঞ্জ কাভারেজের জন্য চারটি এক্সটার্নাল এন্টেনা রয়েছে।
এতে ব্যবহার করা হয়েছে পরবর্তি প্রজন্মের ওয়েব২ ওয়াইফাই, ১৬০ মেগাহার্জ কোয়াডস্ট্রিম মু-মিমো প্রযুক্তি যা সংযুক্ত ডিভাইসগুলোতে নির্বিচ্ছিন্ন ওয়াইফাই সিগনাল নিশ্চিত করে।
রাউটারটিতে রয়েছে ২ বছরের ওয়ারেন্টি।
Please follow and like us:
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।