নিজস্ব সংবাদদাতা: গণফোরামের সভাপতি ও জ্যেষ্ঠ আইনবিদ ড. কামাল হোসেন বলেছেন, লোক দেখানো গণতন্ত্র নয়, প্রকৃত বহুদলীয় গণতন্ত্র দেখতে চায় দেশের মানুষ।এ জন্য ঐক্যের বিকল্প নেই।
১০ নভেম্বর নূর হোসেন দিবসে শুক্রবার সকালে রাজধানীর জিরো পয়েন্টে নূর হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
দেশের সংবিধানের রচয়িতা ড. কামাল বলেন, নূর হোসেন যে উদ্দেশ্যে জীবন দিয়ে ছিলেন, এর অনেক কিছুই আজও উপেক্ষিত। মতপ্রকাশের স্বাধীনতা, সবার সমান সুযোগ থাকা গণতান্ত্রিক অধিকার। কিন্তু দেশে এখন সেটা নাই।
Please follow and like us:
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।