শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ, ১৪৩১

বিটিসিএলের নতুন এমডি তমাল কান্তি নন্দী

Sumon Chowdhury
মে ১৪, ২০১৮ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত প্রতিবেদক : বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নিয়েছেন তমাল কান্তি নন্দী।
রবিবার নতুন এই দায়িত্ব পান তিনি। এর আগে বিটিসিএলের সদস্য (রক্ষণাবেক্ষণ ও চালনা) পদের দায়িত্ব পালন করেন।
তমাল কান্তি নন্দী ১১ নভেম্বর ১৯৫৯ সালে চট্রগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ননী গোপাল নন্দী এবং মা জোৎস্না রানী নন্দী। নন্দী ১৯৮২ সালে বুয়েট থেকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করেন।
১৯৮৮ সালে ১৫ ফেব্রুয়ারি সপ্তম বিসিএসের মাধ্যমে (টেলিকম) ক্যাডারে সহকারী বিভাগীয় প্রকৌশলী হিসেবে তৎকালিন বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের (বিটিটিবি) চাকরিতে যোগদান করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে তৎকালিন বিটিটিবি/ বর্তমান বিটিসিএলে বিভিন্ন পর্যায়ে উপ-বিভাগীয় প্রকৌশলী, বিভাগীয় প্রকৌশলী, পরিচালক, প্রধান কর্মাধ্যক্ষ এবং সদস্য পদে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
তমাল কান্তি নন্দী চাকরিরত অবস্থায় বিটিসিএলের পক্ষে চীন, ভারত, কানাডা, হংকং ইত্যাদি দেশ ভ্রমণ করেছেন। নন্দী ব্যক্তিগত জীবনে বিবাহিত। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।