কুড়িগ্রাম প্রতিনিধি: রৌমারীতে বজ্রপাতে আহত ২২ । কুুড়িগ্রামের রৌমারী উপজেলার দাতভাঙ্গা ইউনিয়নের ডিগ্রিরচর এলাকায় মঙ্গলবার (১৫ মে) দুপুরের দিকে প্রচন্ড বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়ে মোকলেজা (৪০), নুরজাহান(৪০), মুলুকচান (৩৩), ফজল (৪০), জবেদা (২৬), তছিরন (৩৪), রফিকুল (২৭), রহিম (২৮), মোকরম (৪৫) সহ ২২জন আহত হয়েছেন।
জানা যায়, কর্মসৃজন কর্মসুচীর আওয়তায় ৩৫জন দিনমজুর রাস্তার মাটির কাজ করছিলো। দুপুরের দিকে প্রচন্ড বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা নিকটবর্তী একটি দোকানের ঝাপের নিচে অবস্থান নেওয়ার পর এ দূর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অনুপ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Please follow and like us:
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।