ঈদে মুক্তি পাওয়া সিনেমা নিয়ে এখনো আলোচনা চলছে। এই আলোচনা–সমালোচনায় পিছিয়ে নেই ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি)–এর রেটিং। ঈদের ছয় সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ কেমন, সেটা বোঝা যায় আইএমডিবির রেটিং, দর্শকদের ভোট, কতজন সিনেমাটিকে ‘ওয়াচিং লিস্ট’–এ রাখছেন, এসব দেখে। আইএমডিবি রেটিংয়ে ঈদের কোন সিনেমা এগিয়ে ও পিছিয়ে, তা দেখে নিতে পারেন।
ঈদে মুক্তির পরই হল থেকে নেমে যায় শাকিব খানের দুই সিনেমার একটি ‘অন্তরাত্মা’। শোনা গিয়েছিল সিনেমাটির দর্শক–খরা। রাজধানীতে শুধু ব্লকবাস্টার সিনেমা ছাড়া ঢাকায় দেখার উপায় নেই। সেই সিনেমাটিই অবাক করার মতো ঘটনা ঘটিয়েছে আইএমডিবি রেটিংয়ে। সিনেমাটির রেটিং ঈদের সিনেমার মধ্যে সবচেয়ে বেশি। যদিও ভোট দিয়েছেন কমসংখ্যক ভক্ত; ৭০০ জন আইএমডিবি ব্যবহারকারী। সিনেমাটির রেটিং ৭.৯। সিনেমাটি নিয়ে সমালোচনায় এক ভক্ত লিখেছেন, ‘আইএমডিবিতে শাকিবের “পচা শামুক”ই এগিয়ে রইল। ব্যাপারটা মন্দ না।’ ‘অন্তরাত্মা’ সিনেমাটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী।