News update
  • গভীর সমুদ্রে মাছ ধরার উপর আরও জোর দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান     |     
  • আহ্বায়ক টিএইচএম জাহাঙ্গীর ও সদস্য সচিব বিল্লাল হোসেন     |     
  • মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন- ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনরেরা     |     
  • শিক্ষা উপদেষ্টার সাথে আল-হাইআতুল উলয়া লিল-জামি' আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ      |     
  • দেশে বছর দেড় লাখ মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে- ক্যান্সার বিশেষজ্ঞদের মতামত      |     
খবর 2025-07-18, 11:21pm

ট্রেসি চাকমা: শিলিগুড়ি থেকে সুপার ড্যান্সার ৫-এর মঞ্চে, আদিবাসী

unnamed-4af52202f77beb11ba59ce2056aa78781752859275.jpg



✍️ শুভ দেব চাকমা,  ঢাকা: 

মাত্র ৯ বছর বয়সেই ভারতের জনপ্রিয় টিভি শো Super Dancer Season 5-এ অংশগ্রহণ করে আলোচনায় এসেছে এক ক্ষুদে নৃত্যশিল্পী — ট্রেসি চাকমা। যদিও তার জন্ম ও বেড়ে ওঠা ভারতের শিলিগুড়িতে, কিন্তু জাতিগত শিকড় ছড়িয়ে রয়েছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি মাটিতে। তার প্রতিভা আর সাংস্কৃতিক প্রকাশ আজ সীমান্ত পেরিয়ে গর্বের আবেগে একসূত্রে বেঁধেছে পুরো আদিবাসী সমাজকে।

🎶 লোকনৃত্যের ছন্দে এক ইতিহাসের পুনর্জাগরণ

ট্রেসির নৃত্যে শুধু দক্ষতা নয়, প্রতিফলিত হয় আদিবাসী ঐতিহ্যের প্রাণ। চাকমা সংস্কৃতির শেকড় থেকে তুলে আনা লোকনৃত্যের ছন্দ, তার প্রতিটি পদক্ষেপে যেন হাজার বছরের ইতিহাস কথা বলে। অনলাইনে প্রাথমিক অডিশনে নজর কাড়ার পর, এখন সে জায়গা করে নিয়েছে ভারতের জাতীয় টেলিভিশনের মঞ্চে—যেখানে তার নাচ হয়ে উঠেছে এক জীবন্ত সাংস্কৃতিক পরিচয়।

👩‍👧 মায়ের ভালোবাসায় গড়া এক স্বপ্নযাত্রা

ট্রেসির পেছনে রয়েছেন তার সংগ্রামী মা—যিনি সব প্রতিকূলতা উপেক্ষা করে মেয়ের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে লড়ে গেছেন। মা ও মেয়ের এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয়—একটি প্রতিভার বিকাশের পেছনে থাকে গভীর আত্মত্যাগ, ধৈর্য আর সীমাহীন ভালোবাসা।

📱 WhatsApp বার্তায় ট্রেসির আবেদন

আমাদের সঙ্গে এক আন্তরিক WhatsApp বার্তায় ট্রেসি জানায়:

“আমি সবার প্রতি কৃতজ্ঞ—বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের ভাই-বোনদের যাঁরা আমাকে এত ভালোবাসা দিয়েছেন। আপনারা পাশে থাকলে আমি আরও অনেক দূর যেতে পারবো। ১৯ জুলাই থেকে Sony TV-তে আমার অনুষ্ঠানটি দেখবেন—আপনাদের আশীর্বাদই আমার শক্তি।”

📺 ১৯ জুলাই শুরু: সংস্কৃতির যাত্রায় এক নতুন সূচনা

Super Dancer 5-এর সম্প্রচার শুরু হচ্ছে ১৯ জুলাই। সেই মঞ্চে ট্রেসি শুধু একজন নৃত্যশিল্পী নন, তিনি হচ্ছেন আদিবাসী সংস্কৃতি, আত্মপরিচয় এবং গর্বের প্রতীক। তার পদচারণা যেন এক নতুন প্রজন্মের সাংস্কৃতিক জাগরণের বার্তা।

🌍 শিলিগুড়ি থেকে বিশ্বমঞ্চ—এক হয়ে গেল বাংলাদেশ ও ভারতের হৃদয়

ট্রেসির আত্মপরিচয় সীমান্ত চেনে না। ভারত, বাংলাদেশ, পার্বত্য চট্টগ্রাম এবং সমগ্র দক্ষিণ এশিয়ার আদিবাসী সমাজ আজ তার মধ্যে নিজেদের প্রতিচ্ছবি খুঁজে পাচ্ছে। এক শিশুর নৃত্যে আমরা দেখতে পাচ্ছি এক জাতির সংস্কৃতি, সংগ্রাম ও স্বপ্নের সম্মিলিত মুখ।

📣 চলুন, আমরা সবাই ট্রেসির পাশে দাঁড়াই

এই ছোট্ট মেয়েটি যেন হয়ে উঠতে পারে আমাদের সম্মিলিত সংস্কৃতির দীপ্ত ভবিষ্যৎ। তার প্রতিভা আমাদের অহংকার—এবং তার যাত্রাপথে আমাদের ভালোবাসা হোক তার সবচেয়ে বড় প্রাপ্তি।