News update
  • গভীর সমুদ্রে মাছ ধরার উপর আরও জোর দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান     |     
  • আহ্বায়ক টিএইচএম জাহাঙ্গীর ও সদস্য সচিব বিল্লাল হোসেন     |     
  • মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন- ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনরেরা     |     
  • শিক্ষা উপদেষ্টার সাথে আল-হাইআতুল উলয়া লিল-জামি' আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ      |     
  • দেশে বছর দেড় লাখ মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে- ক্যান্সার বিশেষজ্ঞদের মতামত      |     
খবর 2025-10-30, 8:03pm

জামালপুর জেলা বিএনপির সভাপতির দুর্নীতির বিরুদ্ধে চ্যালেঞ্জ

messenger_creation_a6bd1a7d-4ff3-4661-ad3d-6bff51cefa8c-ff00879d6dada56ea431fd0189e4ec4b1761833004.jpeg



এস এম খুররম আজাদঃ জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম দলীয় মনোনয়নকে সামনে রেখে তাঁর বিরুদ্ধে অপপ্রচারসহ ষড়যন্ত্রের অভিযোগ করেছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সরিষাবাড়ী উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এসময় তাঁর বিরুদ্ধে ফেসবুকে ছড়ানো তারেক রহমান বরাবর দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে নিজের অবস্থান তুলে ধরেন এবং চ্যালেঞ্জ ছুড়ে দেন।

ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, দলের দুঃসময়েও তিনি প্রতিটি কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়ন করেছেন, ক্ষতিগ্রস্থ নেতাকর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ, আর্থিক ও আইনগত সহায়তা করে আসছেন। তিনিসহ নেতাকর্মীদের বিরুদ্ধে দুই শতাধিক মামলা ও শত শত হামলা-নির্যাতনের পরও তৃণমূলকে শক্তিশালীভাবে ধরে রেখেছেন। সম্প্রতি সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নকে সামনে রেখে মনোনয়নপ্রত্যাশী একটি পক্ষ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

জামালপুর-৪ আসন থেকে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ফরিদুল কবীর তালুকদার শামীম আরও জানান, যমুনা সার কারখানায় জনবল সরবরাহের ঠিকাদার আল-মমিন আউটসোর্সিং সার্ভিসেস লিমিটেডের নামে তাঁর বিরুদ্ধে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর লেখা চাঁদাবাজি ও আর্থিক দুর্নীতির অভিযোগ ছড়ানো হয়েছে, যা ভুয়া ও মিথ্যাচার।

ভুয়া ফেসবুক আইডি দ্বারা বিভিন্ন অপপ্রচার করে রাজনৈতিকভাবে তাঁকে হয়রানির অপচেষ্টা চলছে—উল্লেখ করে তিনি দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে নিজের স্বচ্ছতা উল্লেখ করেন এবং চ্যালেঞ্জ ছুড়ে দেন।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ, দপ্তর সম্পাদক প্রভাষক খায়রুল আলম শ্যামলসহ দলীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।