News update
  • গভীর সমুদ্রে মাছ ধরার উপর আরও জোর দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান     |     
  • আহ্বায়ক টিএইচএম জাহাঙ্গীর ও সদস্য সচিব বিল্লাল হোসেন     |     
  • মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন- ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনরেরা     |     
  • শিক্ষা উপদেষ্টার সাথে আল-হাইআতুল উলয়া লিল-জামি' আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ      |     
  • দেশে বছর দেড় লাখ মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে- ক্যান্সার বিশেষজ্ঞদের মতামত      |     
খবর 2025-10-31, 6:25pm

হাবিপ্রবির ২য় সমাবর্তনের সনদপত্র স্বাক্ষর কার্যক্রমের উদ্বোধন

1000012188-9b46e62b15baa1f6533f6a96cd77566c1761913634.jpg


মো: আশফিকুর রহমান সরকার,  হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) দ্বিতীয় সমাবর্তনের সনদপত্র স্বাক্ষর কার্যক্রমের উদ্বোধন হয়েছে। 

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্যের কার্যালয়ে সন্ধ্যা ৭ টায় উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্ল্যা উক্ত  স্বাক্ষর কার্যক্রমের উদ্বোধন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য  প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, বিজনেস স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর মো. মামুনার রশিদ. রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস.এম. এমদাদুল হাসান।

এছাড়াও  সনদপত্র প্রস্তুত উপ- কমিটির আহবায়ক প্রফেসর ড. শেখ মো. মোবারক হোসেন, সদস্য সচিব প্রফেসর ড. মো. হাফিজুর রহমান হাফিজ, সদস্য প্রফেসর ড. আবু খায়ের মোহাম্মদ মুক্তাদিরুল বারী চৌধুরী, কৃষক সেবা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মো. ফারুক হাসান, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মো. মহিদুল হাসানসহ অন্যান্য শিক্ষক, আইটি সেল, একাডেমিক ও বৃত্তি শাখা এবং জনসংযোগ ও প্রকাশনা শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

আগামী  ২২ নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া  ২য় সমাবর্তনে অংশগ্রহণের জন্য  ৮০৩৩ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন।