News update
  • গভীর সমুদ্রে মাছ ধরার উপর আরও জোর দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান     |     
  • আহ্বায়ক টিএইচএম জাহাঙ্গীর ও সদস্য সচিব বিল্লাল হোসেন     |     
  • মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন- ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনরেরা     |     
  • শিক্ষা উপদেষ্টার সাথে আল-হাইআতুল উলয়া লিল-জামি' আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ      |     
  • দেশে বছর দেড় লাখ মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে- ক্যান্সার বিশেষজ্ঞদের মতামত      |     
খবর 2025-12-04, 9:17pm

ঘিওরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা

1000119777-aee1d76b4055c6e6aa81e63ed01a2ee21764861442.jpg


আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ ) প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় “১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫” ও “১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫” উদযাপনের লক্ষ্যে ঘিওর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ৪ ডিসেম্বর ) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ঘিওর উপজেলা নির্বাহী অফিসার নাশিতা- তুল ইসলাম । সভায় এই দুটি জাতীয় গুরুত্বপূর্ণ দিবসকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, কর্মসূচি গ্রহণ ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন দপ্তরের সমন্বয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের স্মরণে আলোচনাসভা, জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পার্ঘ্য অর্পণ, শোক র‌্যালি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে শোভাযাত্রা, ক্রীড়া, মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান, কুচকাওয়াজ, আলোকসজ্জা, শিশু-কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা ও মুক্তিযুদ্ধের স্মৃতি পুনরুজ্জীবিত করতে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজনের বিষয়েও মতবিনিময় করা হয়।

সভায় আলোচনা করেন থানা অফিসার ইনচার্জ মোঃ কোহিনূর মিয়া ,উপজেলা প্রকৌশলী মোঃ শাহিনুজ্জামান, কৃষি অফিসার তাহমিনা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পার্বতী পাল, মৎস্য অফিসার তাহমিনা আক্তার তামান্না , উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সহ সভাপতি মোঃ আব্দুল আলিম খান মনোয়ার, সাধারণ সম্পাদক কাজী ওয়াজেদ আলী মিস্টার, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘিওর উপজেলার আমির মাওলানা মোঃ জহিরুল ইসলাম, জনপ্রতিনিধি, সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী ও প্রশাসনিক প্রতিনিধিগণ।

 উপজেলা নির্বাহী অফিসার নাশিতা -তুল ইসলাম , জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের যথাযোগ্য সম্মান প্রদর্শনের মাধ্যমে দিবস পালন এবং মহান বিজয়ের আনন্দকে সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে কর্মসূচি সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন।