
এস এম খুররম আজাদঃ জামালপুরের মাদারগঞ্জে টিআর প্রকল্প থেকে ১ লাখ টাকা চাঁদার দাবিতে ইউপি সদস্যের ওপর তাঁতীদল নেতার হামলার অভিযোগ উঠেছে।
হামলায় উপজেলার গুনারীতলা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য ঠাণ্ডু মণ্ডল ও তার ভাতিজা সাগর মিয়া আহত হয়েছেন।
অভিযুক্ত উজ্জল মিয়া ওয়ার্ড তাঁতীদলের সাধারণ সম্পাদক। তিনি ওই এলাকার মো. আক্তারুজ্জামানের ছেলে।
আহত ইউপি সদস্যের বরাত দিয়ে ৮ নম্বর ওয়ার্ড সদস্য কিয়ামতুল্লাহ কাশু জানান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসের তত্ত্বাবধানে গুনারীতলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাতলামারী গ্রামে টিআর (টেস্ট রিলিফ) প্রকল্পের আওতায় কাঁচা রাস্তায় সংস্কার কাজ চলছে। এ প্রকল্প থেকে ওয়ার্ড তাঁতীদলের সাধারণ সম্পাদক উজ্জল মিয়া ইউপি সদস্য ঠাণ্ডু মণ্ডলের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন।
রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে কাজ চলমান অবস্থায় তাঁতীদল নেতা উজ্জল ও তার বাবা আক্তারজ্জামান সেখানে গিয়ে বাধা দেন। খবর পেয়ে ইউপি সদস্য ঠাণ্ডু মণ্ডল ইউনিয়ন পরিষদ থেকে ঘটনাস্থলে যান। এসময় উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে উজ্জল ইউপি সদস্যকে কোদাল দিয়ে আঘাত করেন। এসময় তার ভাতিজা সাগর এগিয়েগেলে তাকেও মারধর করা হয়।
কোদালের আঘাতে ইউপি সদস্যের মাথা ও ডান চোখে গুরুতর জখম হয়। তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ প্রসঙ্গে তাঁতীদল নেতা উজ্জল মিয়ার বক্তব্য জানতে বারবার মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী মুঠোফোনে বলেন, "আমি আজই যোগদান করেছি, এরপরই ঘটনাটি মৌখিকভাবে শুনেছি। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখবেন বলেও জানান তিনি।