News update
  • গভীর সমুদ্রে মাছ ধরার উপর আরও জোর দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান     |     
  • আহ্বায়ক টিএইচএম জাহাঙ্গীর ও সদস্য সচিব বিল্লাল হোসেন     |     
  • মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন- ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনরেরা     |     
  • শিক্ষা উপদেষ্টার সাথে আল-হাইআতুল উলয়া লিল-জামি' আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ      |     
  • দেশে বছর দেড় লাখ মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে- ক্যান্সার বিশেষজ্ঞদের মতামত      |     
খবর 2025-12-10, 6:27pm

আমার ভোটাররাই এখন কর্মী - ঘিওরে এস এ জিন্নাহ কবির

1000120731-e774606aeec1454c09dcf4749debe2f41765369632.jpg


আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবির বলেছেন, মানিকগঞ্জ-১ ঘিওর - দৌলতপুর ও শিবালয় উপজেলার আগামী নির্বাচন হবে এস এ জিন্নাহ কবিরের নির্বাচন। ওই নির্বাচনে কোনো কর্মী লাগবে না, এজেন্ট  লাগবে না, কোনো টাকা-পয়সাও লাগবে না। কারণ প্রত্যেকটা ভোটারই আমার কর্মী হবে ।

তিনি বলেন, ‘আগে ভোট চাইতে গেলে ভোটারদের টাকা দিতে হতো, আর এখন আমি ভোটের জন্য গেলে মায়েরাই আমাকে খাবার দেয়। এইটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া।

বুধবার ( ১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাবলিক লাইব্রেরী  মা‌ঠে এক পথসভায় এসব কথা বলেন তিনি।

এস এ জিন্নাহ কবির বলেন, ‘ আমার নির্বাচন তারাই করবে যারা রাস্তায় আলো জ্বালায় কিন্তু নিজের ঘরের কুপিতে তেল থাকে না, যারা মানুষের ভাত জোগায় কিন্তু নিজের হাড়িতে ভাত রান্নার চাল থাকে না। আমার নির্বাচন করবে চাওয়ালারা, রিকশাওয়ালারা, রাজমিস্ত্রিরা। জয়-পরাজয় যাই হোক, ঘিওর - দৌলতপুর ও শিবালয়ের মানুষের সাথে থাকবো।’

তিনি আরো বলেন, ‘আমি আপনাদের কথা দিচ্ছি, আমার গণজোয়ার কেউ ঠেকাতে পারবে না। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে নিয়ে সংসদে যাব।‘

শ্রমজীবী মানুষের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “যুগ যুগ ধরে এই দেশের নেতৃত্ব এসেছে খেটে খাওয়া মানুষের হাত ধরে। কিন্তু শ্রমজীবী মানুষদের অনেকেই মানুষ বলে স্বীকৃতি দেয় না, ‘কামলা’ বলে অপমান করে। সেই অবহেলিত মানুষের সন্তান হিসেবেই আমি নির্বাচনে দাঁড়িয়েছি।”

তিনি বলেন, ‘ভোট একদিনের। কিন্তু বিভেদ তৈরি হলে তা একসময় সহিংসতায় রূপ নেয়। তাই ভোট নিয়ে বিভেদ সৃষ্টি না করার আহ্বান জানাচ্ছি।’

এর পরে তিনি , বিকেলে ঘিওর ইউনিয়নের জনতার মোড় এলাকায় গণসংযোগ করেন । ওই গ্রামের বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন।