
মোঃ আনিসুর রহমান, গলাচিপা (পটুয়াখালী): পটুয়াখালী জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধনে (০–১ বছর) নভেম্বর ২০২৫ মাসের সাফল্যে গলাচিপা উপজেলা প্রথম স্থান অর্জন করেছে। এই কৃতিত্বপূর্ণ অর্জনের স্বীকৃতিস্বরূপ গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহমুদুল হাসান মহোদয়কে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন স্মারক প্রদান করেন পটুয়াখালীর মান্যবর জেলা প্রশাসক জনাব ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
গলাচিপা উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের দিকনির্দেশনা ও নেতৃত্বে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে গলাচিপা উপজেলা টিমের সকল সদস্য নিরলস ও আন্তরিক পরিশ্রমের মাধ্যমে এ সাফল্য অর্জন করেছে। নিবন্ধন কার্যক্রমকে সময়োপযোগী, গতিশীল ও জনবান্ধব করতে টিমের সমন্বিত প্রচেষ্টাই এই অর্জনের মূল ভিত্তি বলে সংশ্লিষ্টরা জানান।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহমুদুল হাসান মহোদয় বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অর্জিত এই সাফল্যকে ধারাবাহিকভাবে ধরে রাখতে টিমের সকল সদস্যকে আরও উদ্যমী ও সক্রিয়ভাবে কাজ করতে হবে।
একই সঙ্গে তিনি গলাচিপা উপজেলার প্রতিটি ইউনিয়নে জন্ম-মৃত্যু নিবন্ধনের মতো সকল দাপ্তরিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার জন্য সংশ্লিষ্ট ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
জন্ম ও মৃত্যু নিবন্ধনে প্রথম স্থান অর্জনের জন্য জেলা প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এই কার্যক্রমে সম্পৃক্ত সকল কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের অভিনন্দন জ্ঞাপন করেন।