News update
  • গভীর সমুদ্রে মাছ ধরার উপর আরও জোর দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান     |     
  • আহ্বায়ক টিএইচএম জাহাঙ্গীর ও সদস্য সচিব বিল্লাল হোসেন     |     
  • মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন- ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনরেরা     |     
  • শিক্ষা উপদেষ্টার সাথে আল-হাইআতুল উলয়া লিল-জামি' আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ      |     
  • দেশে বছর দেড় লাখ মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে- ক্যান্সার বিশেষজ্ঞদের মতামত      |     
খবর 2025-12-24, 9:52pm

পটুয়াখালী-৩ আসনে ভিপি নুরুল হক নূরের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

unnamed-4af52202f77beb11ba59ce2056aa78781766591530.jpg


মোঃ আনিসুর রহমান, গলাচিপা (পটুুয়াখালী): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) সংসদীয় আসনে গণঅধিকার পরিষদের নির্বাচনী তৎপরতা জোরদার হয়েছে। এ উপলক্ষে সাবেক ডাকসু ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা নুরুল হক নূরের পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম ক্রয় করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক কালাম পঞ্চায়েত ভিপি নুরুল হক নূরের পক্ষে মনোনয়ন ফরম ক্রয় করেন। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের সাবেক সদস্য সচিব শাহআলম শিকদার এবং ঢাকা মহানগর দক্ষিণ গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মিজান হাওলাদার।

স্থানীয় পর্যায়ে দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক লিয়ার হাওলাদার ও উপজেলা সদস্য সচিব মিলন মাতুব্বর উপস্থিত থেকে দলীয় কর্মসূচিতে অংশ নেন। এছাড়া গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক হাফিজুর রহমান ও উপজেলা সদস্য সচিব জাকির হোসেন মুন্সিও এ সময় উপস্থিত ছিলেন।

যুব সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ দশমিনা উপজেলা আহ্বায়ক কে এম ইমরান শাহিন। নেতাকর্মীদের এই সম্মিলিত উপস্থিতি পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সাংগঠনিক প্রস্তুতি ও নির্বাচনী শক্তির বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।

নেতারা বলেন, ভিপি নুরুল হক নূর গণতন্ত্র, ভোটাধিকার ও সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে আপসহীন অবস্থানের জন্য দেশজুড়ে পরিচিত। গলাচিপা ও দশমিনার মানুষ দীর্ঘদিন ধরে যে উন্নয়ন বৈষম্য, কর্মসংস্থান সংকট, নদীভাঙন ও জলবায়ু ঝুঁকির মুখে রয়েছে, সেসব সমস্যা সমাধানে সংসদে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা থেকেই তাকে এই আসনে প্রার্থী হিসেবে এগিয়ে আনা হয়েছে।

মনোনয়ন ফরম ক্রয়ের খবরে গলাচিপা ও দশমিনার গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, দলীয় মনোনয়ন পেলে ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদ একটি শক্ত ও জনসম্পৃক্ত রাজনৈতিক অবস্থান গড়ে তুলতে পারবে।