News update
  • গভীর সমুদ্রে মাছ ধরার উপর আরও জোর দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান     |     
  • আহ্বায়ক টিএইচএম জাহাঙ্গীর ও সদস্য সচিব বিল্লাল হোসেন     |     
  • মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন- ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনরেরা     |     
  • শিক্ষা উপদেষ্টার সাথে আল-হাইআতুল উলয়া লিল-জামি' আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ      |     
  • দেশে বছর দেড় লাখ মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে- ক্যান্সার বিশেষজ্ঞদের মতামত      |     
খবর 2025-12-24, 9:58pm

কিশোরগঞ্জ-৫ আসনে প্রার্থী পরিবর্তনে ক্ষোভ, রেলপথে বিক্ষোভে ফেটে পড়ল ইকবাল সমর্থকরা

cb-097146ffe2354b80589f0fd2e35cf2791766591917.jpg


মো: আব্দুস ছলিম,  বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের ঘোষণায় উত্তপ্ত হয়ে উঠেছে বাজিতপুর।  বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে সরারচর রেলস্টেশনে শেখ মুজিবুর রহমান ইকবালের সমর্থকরা রেলপথ অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা গাছের গুঁড়ি ফেলে রেললাইন অবরোধ করে রাখেন, ফলে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কুলিয়ারচর স্টেশনে প্রায় ৫০ মিনিট আটকে থাকে। দলীয় সূত্রে জানা গেছে, গত ৪ ডিসেম্বর বিএনপি কিশোরগঞ্জ-৫ আসনে শেখ মুজিবুর রহমান ইকবালকে মনোনয়ন দেয়। কিন্তু সোমবার (২২ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলে তাকে ওই আসনের নতুন প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এই আকস্মিক সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ইকবালের সমর্থকরা রাস্তায় নামেন এবং সরারচর রেলস্টেশনে রেলপথ অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বাজিতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিক, বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তৃপ্তি মণ্ডল এবং থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ। প্রশাসনের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিলে কিশোরগঞ্জ এক্সপ্রেস পুনরায় গন্তব্যের পথে যাত্রা করে। এ সময়  হাজার হাজার বিক্ষোভকারীদের উদ্দেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সরারচর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহসিন মিয়া এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসিমুল হক ঘটনা প্রসঙ্গে বাজিতপুর থানার ওসি এস এম শহিদুল্লাহ বলেন, রেল চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়েছিল। প্রশাসনের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।” তিনি আরও জানান, প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।