News update
  • গভীর সমুদ্রে মাছ ধরার উপর আরও জোর দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান     |     
  • আহ্বায়ক টিএইচএম জাহাঙ্গীর ও সদস্য সচিব বিল্লাল হোসেন     |     
  • মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন- ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনরেরা     |     
  • শিক্ষা উপদেষ্টার সাথে আল-হাইআতুল উলয়া লিল-জামি' আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ      |     
  • দেশে বছর দেড় লাখ মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে- ক্যান্সার বিশেষজ্ঞদের মতামত      |     
খবর 2025-12-29, 4:24pm

সরিষাবাড়ীতে সংগীত শিক্ষক শ্রী সুদর্শন বাবুর পরলোকগমন

unnamed-4af52202f77beb11ba59ce2056aa78781767003891.jpg


এস এম খুররম আজাদঃ সরিষাবাড়ীর সংগীতাঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। উপজেলার একমাত্র শুদ্ধ ক্লাসিকাল সংগীত চর্চার শিক্ষক, বিশিষ্ট সংগীতগুরু শ্রী সুদর্শন বাবু পরলোকগমন করায়।

গত ২৭ ডিসেম্বর দিবাগত রাত ৯ টার দিকে নিজ গ্রাম চাপারকোনা, ডোয়াইল ইউনিয়ন, সরিষাবাড়ীতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে  মৃত্যুবরণ  করেন।

শ্রী সুদর্শন বাবু জন্মগ্রহণ করেন ১৯৫২ সালে। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৩ বছর।

দীর্ঘ কয়েক দশক ধরে তিনি সরিষাবাড়ীতে  ক্লাসিকাল সংগীত চর্চায় নিজেকে নিবেদিত রেখেছিলেন। সরিষাবাড়ীতে সংগীত শিক্ষায় তাঁর অবদান অনস্বীকার্য। ভাটারা থেকে পিংনা পর্যন্ত বিস্তীর্ণ এলাকাজুড়ে তাঁর অসংখ্য ছাত্র-ছাত্রী আজও সংগীতচর্চায় নিয়োজিত, যাদের অধিকাংশই তাঁর হাত ধরেই সংগীতের পাঠ নিয়েছেন।

তাঁর মৃত্যুতে সরিষাবাড়ীর সংগীতপ্রেমী মানুষ, ছাত্র-ছাত্রী ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের মাতম চলছে। অনেক ভক্ত ও গুণগ্রাহী তাঁর প্রয়াণে চোখের জল ধরে রাখতে পারেননি।

সরিষাবাড়ী শিল্পকলা একাডেমির পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় এবং এই মহান সংগীত শিক্ষকের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করা হবে বলেও জানান তাঁরা।