
এস এম খুররম আজাদঃ সরিষাবাড়ীর সংগীতাঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। উপজেলার একমাত্র শুদ্ধ ক্লাসিকাল সংগীত চর্চার শিক্ষক, বিশিষ্ট সংগীতগুরু শ্রী সুদর্শন বাবু পরলোকগমন করায়।
গত ২৭ ডিসেম্বর দিবাগত রাত ৯ টার দিকে নিজ গ্রাম চাপারকোনা, ডোয়াইল ইউনিয়ন, সরিষাবাড়ীতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
শ্রী সুদর্শন বাবু জন্মগ্রহণ করেন ১৯৫২ সালে। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৩ বছর।
দীর্ঘ কয়েক দশক ধরে তিনি সরিষাবাড়ীতে ক্লাসিকাল সংগীত চর্চায় নিজেকে নিবেদিত রেখেছিলেন। সরিষাবাড়ীতে সংগীত শিক্ষায় তাঁর অবদান অনস্বীকার্য। ভাটারা থেকে পিংনা পর্যন্ত বিস্তীর্ণ এলাকাজুড়ে তাঁর অসংখ্য ছাত্র-ছাত্রী আজও সংগীতচর্চায় নিয়োজিত, যাদের অধিকাংশই তাঁর হাত ধরেই সংগীতের পাঠ নিয়েছেন।
তাঁর মৃত্যুতে সরিষাবাড়ীর সংগীতপ্রেমী মানুষ, ছাত্র-ছাত্রী ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের মাতম চলছে। অনেক ভক্ত ও গুণগ্রাহী তাঁর প্রয়াণে চোখের জল ধরে রাখতে পারেননি।
সরিষাবাড়ী শিল্পকলা একাডেমির পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় এবং এই মহান সংগীত শিক্ষকের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করা হবে বলেও জানান তাঁরা।