
স্টাফ রিপোর্টারঃ জামালপুরের সরিষাবাড়ীতে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইদের যাতায়াতের রাস্তা দেয়াল নির্মাণ করে বন্ধ করার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।
সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ভুক্তভোগী মাসুদ সরকার বিষয়টি প্রতিকার চেয়ে সরিষাবাড়ী থানাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানাগেছে আরামনগর বাজারের মৃত আবুল কালাম আজাদের ছেলে মজনু সরকার ও মাসুদ সরকারের সঙ্গে তাদের ছোট ভাই জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী নাহার আক্তারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এই বিরোধ নিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা চলমান রয়েছে।
সোমবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, জাহাঙ্গীর আলম তার ভাই মাসুদ সরকারের বাড়ী থেকে মূল সড়কে যাওয়ার রাস্তায় ইটের দেয়াল নির্মাণ করে চলাচলের পথ বন্ধ করে দিয়েছে।
ভুক্তভোগী মাসুদ ও মজনু সরকার বলেন, নিজেদের ভিটেমাটি ও বসতঘরের সামনে দেয়াল দিয়ে রাস্তা বন্ধ করায় যাতায়াতের কোনো উপায় নেই। পরিবার নিয়ে ঘরবন্দি অবস্থায় আছি, বাইরে যেতে গেলে অন্য পাশ দিয়ে দেয়াল টপকে যেতে হয়।
এ বিষয়ে জাহাঙ্গীর আলমের কাছে মন্তব্য চাইলে তিনি বলেন, "আমার লোকজন আছে তাদের কাছে না শুনে কিছু বলতে পারবো না"।
স্থানীয় ব্যবসায়ী আব্দুল মালেক জানান, ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাই। সমাধানের চেষ্টা করা হলেও জাহাঙ্গীর আলমের সদিচ্ছা না থাকায় সম্ভব হয়নি। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। যে কোনো সময় রক্তক্ষয়ের আশঙ্কা করছেন এলাকাবাসী।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া জানান, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।