News update
  • গভীর সমুদ্রে মাছ ধরার উপর আরও জোর দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান     |     
  • আহ্বায়ক টিএইচএম জাহাঙ্গীর ও সদস্য সচিব বিল্লাল হোসেন     |     
  • মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন- ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনরেরা     |     
  • শিক্ষা উপদেষ্টার সাথে আল-হাইআতুল উলয়া লিল-জামি' আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ      |     
  • দেশে বছর দেড় লাখ মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে- ক্যান্সার বিশেষজ্ঞদের মতামত      |     
খবর 2026-01-11, 10:19pm

ইবিতে হিন্দি গান পরিবেশনা: শিক্ষকের নিন্দা

img-20260111-wa0027-d2cf82678cc98889c79139e35de0cad31768148370.jpg


ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইসিটি বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠানে হিন্দি গান পরিবেশনকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। একই বিভাগের অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম এ আয়োজনের নিন্দা জানিয়ে প্রতিবাদ প্রকাশ করেছেন।

গতকাল (১০ জানুয়ারি) আইসিটি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করা হয়। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভার মাধ্যমে আনুষ্ঠানিক আয়োজন শুরু হয়।

বিকেলে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক আয়োজন করা হয়। সন্ধ্যার দিকে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে হিন্দি গানের তালে কনসার্ট পরিবেশন করা হলে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, জুলাই আন্দোলনের পরবর্তী নতুন বাংলাদেশে কিছু বিষয় পরিহার করা প্রয়োজন ছিল, যা আইসিটি বিভাগের পুনর্মিলনী আয়োজনের ক্ষেত্রে মানা হয়নি। একজন বাংলাদেশি হিসেবে তিনি হিন্দি গানের সঙ্গে কনসার্ট আয়োজনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে অধ্যাপক শরিফুল ইসলাম বলেন, পুনর্মিলনী অনুষ্ঠানে সাংস্কৃতিক আয়োজন অস্বাভাবিক নয়, তবে সেখানে হিন্দি গানের তালে কনসার্ট আয়োজন বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ও আদর্শের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তিনি শুরু থেকেই আপত্তি জানিয়েছিলেন, কিন্তু আয়োজক কমিটির সদস্যদের পরিচয় তাকে স্পষ্টভাবে জানানো হয়নি।

আয়োজক সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। শুরুতে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা একক ও যৌথ পরিবেশনা উপস্থাপন করেন, পাশাপাশি রম্য কৌতুকও পরিবেশিত হয়। রাত ৮টার পর ‘মিজান এন্ড ব্রাদার্স’ ব্যান্ড মঞ্চে উঠে প্রায় রাত ৯টা ১৫ মিনিট পর্যন্ত পরিবেশনা চালায়। বাংলা আধুনিক গানের পাশাপাশি হিন্দি গান পরিবেশনের মাধ্যমে তারা দর্শকদের মাতান, যা অনুষ্ঠানে উপস্থিতদের একাংশের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে।