News update
  • গভীর সমুদ্রে মাছ ধরার উপর আরও জোর দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান     |     
  • আহ্বায়ক টিএইচএম জাহাঙ্গীর ও সদস্য সচিব বিল্লাল হোসেন     |     
  • মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন- ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনরেরা     |     
  • শিক্ষা উপদেষ্টার সাথে আল-হাইআতুল উলয়া লিল-জামি' আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ      |     
  • দেশে বছর দেড় লাখ মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে- ক্যান্সার বিশেষজ্ঞদের মতামত      |     
খবর 2026-01-11, 10:22pm

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

1000038683-55e13473c05ab0804184ee588d9f76811768148546.jpg


মো: রতন মাহমুদ, শরীয়তপুর থেকে: বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া উসমানিয়া   মাদ্রাসায়   দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বিকেল আসর নামাজের পর আংগারিয়া উসমানিয়া কওমিয়া এরাবিয়া মাদ্রাসায় বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শরীয়তপুর সদর উপজেলার বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সিরাজ মোল্লার সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ  নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির,মনোনীত শরীয়তপুর-১(পালং-জাজরা)আসনের এমপি প্রার্থী সাঈদ আহমেদ  আসলাম।

মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন  জেলা বিএনপি'র সহ-সভাপতি সালাম সাহ,জেলা যুবদলের সাবেক সভাপতি আরিফ মোল্লা,      পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক সামসু ঢালী,জেলা যুবদলের সাবেক  সাধারণ সম্পাদক  জামাল উদ্দিন বিদ্যুৎ,সদর শরীয়তপুর সরকারি কলেজের ছাত্রদলের সাবেক ভিপি   নাজমুল হক বাদল,জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন হাওলাদারসহ জেলাবিএনপি,স্বেচ্ছাসেবকদল,কৃষক দল,ছাত্রদলের নেতাকর্মীসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।