News update
  • গভীর সমুদ্রে মাছ ধরার উপর আরও জোর দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান     |     
  • আহ্বায়ক টিএইচএম জাহাঙ্গীর ও সদস্য সচিব বিল্লাল হোসেন     |     
  • মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন- ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনরেরা     |     
  • শিক্ষা উপদেষ্টার সাথে আল-হাইআতুল উলয়া লিল-জামি' আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ      |     
  • দেশে বছর দেড় লাখ মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে- ক্যান্সার বিশেষজ্ঞদের মতামত      |     
ওমর ফারুক: খবর 2025-04-25, 9:46pm

আবারো সুইড বাংলাদেশ রামপুরা শাখার নির্বাচিত সভাপতি ড. মনির আল্-দ্বীন ও নির্বাহী সচিব বকুল চন্দ্র মহন্ত

সম্প্রতি হয়ে গেল হলি ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে সুইড বাংলাদেশ রামপুরা শাখার দ্বি- বার্ষিকী সাধারণ সভা ২০২৪ এবং ২০২৫ /২০২৭ মেয়াদি নির্বাচন অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুইড বাংলাদেশ রামপুরা শাখার সম্মানিত সভাপতি জনাব ড.মনির আল-দ্বীন।

inbound1495034241377521608-2a2877e4933171323acfa62f7f2b3ab61745595977.jpg

সুইট বাংলাদেশ রামপুরা শাখার নির্বাচিত সভাপতি ড. মনির আল্-দ্বীন বলেন: প্রতিবন্ধী আমাদের সমাজের বুঝা নয়, তাদের মেধা ও বিকাশ ঘটিয়ে বিশ্বের কাছে পৌছায়া দিতে চাই এই ঐক্যবদ্ধ হয়ে আমরা এই প্রতিবন্ধী মানুষের জীবনমান ও ভাগ্য উন্নয়নের লক্ষে সকলকে সাথে নিয়ে কাজ করব।


দৈনিক আজকের প্রভাত রিপোর্ট: 

সম্প্রতি হয়ে গেল হলি ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে সুইড বাংলাদেশ রামপুরা শাখার দ্বি- বার্ষিকী সাধারণ সভা ২০২৪ এবং ২০২৫ /২০২৭ মেয়াদি নির্বাচন অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুইড বাংলাদেশ রামপুরা শাখার সম্মানিত সভাপতি জনাব ড.মনির আল-দ্বীন। মূল বক্তব্য উপস্থাপন করেন সুইড বাংলাদেশের মেন্টর প্রতিবন্ধী মানুষের সুহৃদ জওয়াহেরুল ইসলাম মামুন । 

এ সময় উপস্থিত ছিলেন সুইড বাংলাদেশের জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি জনাব ড. সাওনেয়াজ চৌধুরী সাংগঠনিক বক্তব্য উপস্থাপন করেন সুইড বাংলাদেশ রামপুরা শাখার নির্বাহী সচিব জনাব বকুল চন্দ্র মহন্ত এ সময় উপস্থিত ছিলেন সুইড বাংলাদেশ রামপুরা শাখার নির্বাহী কমিটির সদস্যবৃন্দ। আলোচনা শেষে প্রতিবন্ধী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন সুইড বাংলাদেশের প্রতিনিধিবৃন্দ। 

পুরস্কার প্রদান শেষে ২০২৪ দ্বিবার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষনা হয় এবং ২০২৫ /২০২৭ মেয়াদী নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে তিনজন নির্বাচন কমিশনার উপস্থিত থেকে নির্বাচনের কাজ সম্পূর্ণ করেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক জনাব এটিএম মমতাজুল করিম। নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোশারফ হোসেন মনির ও অধ্যাপক ও সংগঠক জনাব মোঃ খুরশিদ আলম

২০২৫ ২০২৭ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে ১৮ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি উপস্থিত সদস্যদের মাঝে ঘোষণা করেন। যে কমিটি আগামী ২০২৫ - ২০২৭ সাল পর্যন্ত প্রতিবন্ধী মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবেন। সুইড বাংলাদেশ রামপুরা শাখায় সভাপতি হিসেবে নির্বাচিত হন ড. মনির আল-দ্বীন ১নং সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন কামাল উদ্দিন আহমেদ মোঃ আব্দুর রশিদ মোঃ আব্দুল বারেক নির্বাহী সচিব হিসেবে নির্বাচিত হন বকুল চন্দ্র মহন্ত যুগ্ম সচিব মোঃ শহিদুল ইসলাম অর্থ সচিব এজানুর রহমান সাংগঠনিক সচিব রমেশ বেপারীপ্রচার ও প্রকাশনা সচিব মোঃ হাফিজুর রহমান ক্রীড়া সচিব পঙ্কজ কুমার দাস সাংস্কৃতিক সচিব ত্রাণ ও পুনর্বাসন সচিব আরিফা আক্তার কাকন কার্যনির্বাহী সদস্য ইমেইল দা হোসেন দীপা শান্তি জান্নাত রেখা রানী বিশ্বাস তহিদুল ইসলাম প্রমূখ । 

শেষে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানে শেষ হয়।