News update
  • গভীর সমুদ্রে মাছ ধরার উপর আরও জোর দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান     |     
  • আহ্বায়ক টিএইচএম জাহাঙ্গীর ও সদস্য সচিব বিল্লাল হোসেন     |     
  • মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন- ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনরেরা     |     
  • শিক্ষা উপদেষ্টার সাথে আল-হাইআতুল উলয়া লিল-জামি' আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ      |     
  • দেশে বছর দেড় লাখ মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে- ক্যান্সার বিশেষজ্ঞদের মতামত      |     
খবর 2025-05-13, 11:34pm

বিএনপির দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৫

সরিষাবাড়ীতে ছাত্রদল সভাপতিকে হত্যা চেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

1747150811024-f35b93b880b4adf67dc8c20767fee6b51747157651.jpeg


স্টাফ রিপোর্টারঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নে আধিপত্যকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন।

এসময় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান নিহাদকে (২৮) হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা হারুন অর রশিদ খানের বিরুদ্ধে।

সোমবার (১২ মে) রাতে ভাটারা ইউনিয়নের পারপাড়া তেঁতুলতলা মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হন। গুরুতর আহত ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ খান এবং জেলা তাঁতীদলের সাবেক সভাপতি অধ্যাপক শেখ হোসেন জামান জুয়েল গ্রুপের মধ্যে দলীয় বিরোধ চলে আসছে। গতকাল রাতে শেখ হোসেন জামান জুয়েলের লোকজন ভাটারা বাজারে অবস্থান করছিলেন, এসময় হারুন অর রশিদ খানের লোকজন সেখানে গিয়ে ধাওয়া দেয় এবং কয়েকটি চেয়ার ভাঙচুর করে। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর বাড়ি ফেরার পথে ইউনিয়ন ছাত্রদল সভাপতি নাজমুল হাসান নিহাদের ওপর অতর্কিত হামলা চালায়।

নাজমুল হাসান নিহাদ অভিযোগ করেন, হারুন অর রশিদ খানের নেতৃত্বে এলাকায় সরকারি বরাদ্দ লুটপাট, চাঁদাবাজি, ছিনতাইসহ নানা অপকর্ম চলছে। এ বিষয়ে প্রতিবাদ জানালে সে ক্ষিপ্ত হয়ে উঠে এবং তার নির্দেশে আওয়ামী লীগ সমর্থিত সাবেক ইউপি সদস্য সুলতান মাহমুদের নেতৃত্বে আমাদের ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে তাকে হত্যার চেষ্টা করা হয় বলেও তিনি অভিযোগ করেন।

জেলা তাঁতীদলের সাবেক সভাপতি অধ্যাপক শেখ হোসেন জামান জুয়েল জানান, স্বৈরাচার সরকারের পতনের আগে হারুন অর রশিদ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের খালাতো ভাই পরিচয়ে এলাকায় দাপট দেখাতেন এবং নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন। ৫ আগস্টের পর তার ছোটভাই ইউনিয়ন বিএনপি সভাপতির কাঁধে ভর করে ফের তিনি অন্যায়-অপকর্ম শুরু করেছেন।

অভিযোগ প্রসঙ্গে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ খান মুঠোফোনে বলেন, এসব বিষয়ে আমি কিছুই জানি না, দলীয় কোনো বিশৃঙ্খলা হয়নি। আমি ঘটনাস্থলে ছিলাম না। অভিযোগ মিথ্যা, যারা এসব বলছেন তাদের রাজনৈতিক অতীত আর আমার রাজনৈতিক অতীত দেখলেই বুঝতে পারবেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ হাসান বলেন, উত্তেজনাকর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।