ঢাকাWednesday , 8 November 2017
আজকের সর্বশেষ সবখবর

অতিরিক্ত ডিআইজি হলেন পুলিশের ৩৩ কর্মকর্তা

editor
November 8, 2017 10:51 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন ৩৩ জন পুলিশ সুপার (এসপি)। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পদোন্নতির এ আদেশ জারি করা হয়। অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তারা হলেন- সিআইডি ঢাকার বিশেষ পুলিশ সুপার মো. রেজাউল করিম, ঢাকা মহানগর পুলিশের ( ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ নাজমুল আলম, ডিএমপির ডিসি মো. হারুন-অর-রশীদ, পুলিশ অধিদপ্তরের এআইজি গাজী মো. মোজাম্মেল হক, ডিএমপির ডিসি মহাঃ আশরাফুজ্জামান, এসবির বিশেষ পুলিশ সুপার এ জেড এম নাফিউল ইসলাম, ডিএমপির ডিসি মোহাম্মদ আবুল ফয়েজ, পুলিশ অধিদপ্তর এআইজি এস এম আক্তারুজ্জামান, ডিএমপির ডিসি মো. ইমাম হোসেন, নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম, এসপিবিএনের পুলিশ সুপার মো. হায়দার আলী খান, পুলিশ অধিদপ্তরের এআইজি মো. মনিরুল ইসলাম, এসবির বিশেষ পুলিশ সুপার মো. আজাদ মিয়া।
আরো পদন্নতি পেয়েছেন, মো. মাহবুবুর রহমান ভূইয়া, এআইজি পুলিশ অধিদপ্তর, ঢাকা, বেগম আতিকা ইসলাম, উপ-পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা, মো. রুহুল আমিন বিপিএম, এআইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকা, বাসুদেব বনিক, উপ-পুলিশ কমিশনার, এসএমপি, সিলেট, মো. সুজায়েত ইসলাম, উপ-পুলিশ কমিশনার, সিএমপি, চট্টগ্রাম, মো. মোজাম্মেল হক বিপিএম,-, উপ-পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা, মো. রফিকুল হাসান গনি, পুলিশ সুপার, শেরপুর জেলা, মাহফুজুর রহমান বিপিএম, পুলিশ সুপার, মানিকগঞ্জ, মো. রেজাউল হক, এআইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকা, মো. মনির হোসেন, অতিরিক্ত পরিচালক (পুলিশ সুপার), ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)।
এ কে এম নাহিদুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার, আরএমপি, রাজশাহী, মো. মনিরুজ্জামান বিপিএম, (বার), এআইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকা, মো. মিজানুর রহমান (বার), পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়ীয়া, মো. মুনিবুর রহমান, পুলিশ সুপার, মাগুরা, পরিতোষ ঘোষ, পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ, কুমিল্লা অঞ্চল, কুমিল্লা, সরদার রকিবুল ইসলাম, পুলিশ সুপার, নড়াইল, মো. মজিদ আলী বিপিএম, পুলিশ সুপার, পিবিআই, ঢাকা, জয়দেব কুমার ভদ্র, উপ-পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা, কাজী জিয়া উদ্দিন, এআইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকা ও মো. আসাদুজ্জামান বিপিএম-, পুলিশ সুপার, বগুড়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।