আ.লীগ আমলেই গভীর রাতে পদোন্নতি সম্ভব: রিজভী

নিজস্ব প্রতিনিধি: গত বৃহস্পতিবার গভীর রাতে ১৯৩ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে জারি করা জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের বিষয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘গভীর রাতে ১৯৩ জন কর্মকর্তার পদোন্নতিসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা নজিরবিহীন। আওয়ামী লীগের আমল বলেই তা সম্ভব।’
শনিবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘এবারও শত শত যোগ্য ও মেধাবি কর্মকর্তাকে পদোন্নতি বঞ্চিত করা হয়েছে। যোগ্যতা থাকার পরও পদোন্নতি না পাওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অনেকেই। গভীর রাতে পদোন্নতির প্রজ্ঞাপন জারি নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন।’
রিজভী বলেন, ‘গভীর রাতে পদোন্নতি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়, যা রহস্যজনক এবং সর্বমহলে সন্দেহের সৃষ্টি হয়েছে। এসএসবির ফিটলিস্ট অনুযায়ী অনেক যোগ্য ও উপযুক্ত কর্মকর্তাকেও পদোন্নতি দেওয়া হয়নি। এছাড়া আরও বেশকিছু কর্মকর্তার নাম ফিটলিস্টভুক্ত করা হয়নি বলেও অভিযোগ উঠেছে।’
নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে রিজভী বলেন, ‘গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় নিখোঁজরা ফিরতে শুরু করেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন, তাহলে কাদের তৎপরতায় নিখোঁজ ব্যক্তিরা গুম হয়েছিল? যারা দীর্ঘ ৯ বছর ধরে ভীতির শিহরণে গোটা জাতিকে রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্যে ফেলে গুমের হিড়িক চালিয়েছে তারা কারা?’
স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে রিজভী বলেন, ‘তার ভাষ্য অনুযায়ী কি আমরা ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাইফুল ইসলাম হিরু, পারভেজ, সুমন, খালেদ হোসেন সোহেল, কাজী ফরহাদ, মো. জহির, সুজন, সেলিম রেজা পিন্টু, ছাত্রনেতা জাকিরসহ গুম হওয়া কমপক্ষে ৭৫০ জন বিএনপি নেতাকর্মীদের ফিরে পেতে অপেক্ষা করবো? নিখোঁজ কয়েকজনকে ফেরত দেওয়ায় গুম থাকা ব্যক্তিদের পরিবারগুলো কী তাহলে তাদের ফিরিয়ে পেতে আশায় বুক বাঁধবে? বিএনপি নেতাকর্মীদের বাইরেও সাবেক সামরিক বাহিনীর কর্মকর্তা, আইনজীবী, রাষ্ট্রদূত, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী যারা গুম হয়েছেন তাদের পরিবারও নিখোঁজ স্বজনদের অপেক্ষায় আছে।’ এসময় তাদের ফিরিয়ে দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান এই বিএনপি নেতা।
রিজভী দাবি করেন, ‘দেশে চলমান সব গুমের জন্য দায়ী বর্তমান সরকার। বিচার বহির্ভূত হত্যা আর গুমের কর্মসূচি হচ্ছে অবৈধ ক্ষমতা ধরে রাখার গ্যারান্টি। তাই এই সন্ত্রাসী পথ থেকে সরকার সরে আসতে পারবে না। সেজন্যই বাংলাদেশকে লাশের দেশে পরিণত করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top