ঢাকাWednesday , 7 March 2018

আগামীকাল থেকে শুরু বাংলাদেশ-মালয়েশিয়া ফ্রেন্ডশীপ টেনিস টুর্নামেন্ট

editor
March 7, 2018 1:26 pm
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক :  বাংলাদেশ টেনিস ফেডারেশন ও উত্তরা ক্লাবের যৌথ ব্যবস্থাপনায় আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ- মালয়েশিয়া ফ্রেন্ডশীপ টেনিস টুর্নামেন্ট-২০১৮। দেশ ব্যাপী টেনিসের প্রচার ও প্রসারের লক্ষ্যে এই টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করছে বাংলাদেশ কমার্স ব্যাংক। রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে বিকেল চারটায় হবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। পরের দিন ৯ মার্চ উত্তরা ক্লাব টেনিস কোর্টে অনুষ্ঠিত হবে সমাপনি অনুষ্ঠান উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। বাংলাদেশের টপ সীডেড চার জন খেলোয়াড় এবং মালয়েশিয়ার চার জন খেলোয়াড়ের মধ্যে দুটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে ডেভিস কাপ প্রতিযোগিতার নিয়মানুসারে দুটি একক এবং একটি দ্বৈত খেলার ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত ফলাফল বিবেচনা করা হবে। খেলোয়াড়দের উত্তরা ক্লাব গেস্ট হাউজে আবাসনের ব্যবস্থা করা হয়েছে। মালয়েশিয়ান খেলোয়াড়রা হলেন- নওফল সিদ্দিক বিন কামারুজ্জামান, মুহাম্মদ আইমান বিন হামাদান, তালহা বিন মোহাম্মদ রাহিজাম, আজরুল এখসান বিন আজমান। কোচ হিসেবে আসছেন মুলিয়াদি বিন জামাল। মালয়েশিয়ার সঙ্গে লড়বেন বাংলাদেশের চার শীর্ষ বাছাই যথাক্রমে অমল রায়, রঞ্জন রাম, আখতার হোসেন রানা ও দিপু লাল। (৬ মার্চ) মঙ্গলবার রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানানো হয়। টুর্নামেন্ট ডিরেক্টর ও টেনিস ফেডারেশনের সহ-সভাপতি এএসএম হায়দার। এ সময় সাবেক ক্রিকেট তারকা সেলিম শাহেদ ও বাংলাদেশ কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কিউ এম ফোরকান উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।