ক্রীড়া প্রতিবেদক : ওমানে শুরু হওয়া ডেভিস কাপ এশিয়া/ওশেনিয়া জোনের গ্রুপ-৪ এর খেলায় অংশ নিতে আজ রাতে ওমান যাচ্ছে বাংলাদেশ টেনিস দল। ওমানের মাস্কাটে শুরু হয়েছে এ প্রতিযোগিতা। স্বাগতিক বাংলাদেশ, বাহরাইন, গুয়াম, ইরাক, কিরগিজস্তান, মঙ্গোলিয়া, মিয়ানমার, সিঙ্গাপুর, তাকিজিস্তান, তুর্কমেনিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও স্বাগতিক ওমান অংশ নিচ্ছে এ টুর্নামেন্টে।
প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশের ৬ সদস্যের দল। ৪ খেলোয়াড়ের সঙ্গে আছেন ১ জন নন-প্লেইং ক্যাপ্টেন ও ১ জন ম্যানেজার। বাংলাদেশ দল: শ্রী অমল রায়, দীপু লাল, রঞ্জন রাম, মোহাম্মদ আখতার হোসেন রানা, নেয়াজ আহমেদ (ম্যানেজার) ও রোকন উদ্দিন আহমেদ (নন-প্লেইং ক্যাপ্টেন)।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।