ঢাকাFriday , 30 March 2018

আবেগে কাঁদলেন সানি লিওন

editor
March 30, 2018 2:57 pm
Link Copied!

বিনোদন ডেস্ক: সানি লিওনের বায়োপিক নির্মিত হচ্ছে। আর সেই সিনেমার শুটিংয়ে অভিনয় করতে গিয়ে আবেগে কেঁদে ফেললেন সানি লিওন। পুরনো সেসব দিনের কথা মনে করে শুটিংয়ের এক পর্যায়ে তিনি হাওমাও করে কেঁদে ফেললেন।
সানি জানিয়েছেন, শুটিংয়ের সময় এমন বহু সময় গেছে যখন তিনি অভিনয় করতে গিয়ে আবেগে ভেসে গেছে। শুটিংয়ের প্রথম দিকে তিনি বেশ উচ্ছসিত ছিলেন। তবে যত শুটিং এগিয়েছে, ততই পুরনো অনেক কথা মনে পড়েছে সানির। আর সেজন্যই তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন।
এ অভিনেত্রী জানিয়েছেন, তিনি যখন নিজের কাজের কথা তার বাবাকে জানান, আর তার বাবা সেটি শুনে ভেঙে পড়েন। এই দৃশ্য শুট করার সময় নিজের আবেগ ধরে রাখতে পারেননি সানি। শুটিং সেটেই কান্নায় ভেঙে পড়েছিলেন। ওই সময় শুটিং সেটে উপস্থিত ছিলেন- স্বামী ড্যানিয়েল। তিনিই সানিকে সান্তনা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।