বিনোদন প্রতিবেদক : ফরিদুর রেজা সাগরের কাহিনী অবলম্বণে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এবং নাট্য নির্মাতা অরুণ চৌধুরীর প্রথম চলচ্চিত্র আলতা বানু-এর পোস্টার উন্মোচন করা হলো বৃহস্পতিবার সন্ধ্যায় চ্যানেল আই ভবনে। অনুষ্ঠানে উপস্থিত থেকে পোস্টারের মোড়ক উন্মোচন করেন চ্যানেল আই এর পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ। এ সময় উপস্থিত ছিলেন নির্মাতা অরুণ চৌধুরী ও চলচ্চিত্রের অভিনয়শিল্পী ফারজানা রেখা। আরো উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি আবদুর রহমান এবং চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। তারা ছবিটির সাফল্য কামনা করেন। পোস্টারটি তৈরী করা হয়েছে জাকিয়া বারী মম, আনিসুর রহমান মিলন ও ফারজানা রেখা আলতা বানু-তে অভিনয়ের দৃশ্য দিয়ে। চলচ্চিত্রটি এরই মধ্যে টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রর্দশনের জন্য বাংলাদেশ থেকে মনোনিত হয়েছে। খুব শিঘ্রই চলচ্চিত্রটি ঢাকাসহ সারাদেশে মুক্তি পাবে।
