ঢাকাThursday , 22 March 2018
আজকের সর্বশেষ সবখবর

আসুস ছেড়েছে নতুন গেমিং ডেস্কটপ

Sumon Chowdhury
March 22, 2018 5:39 pm
Link Copied!

আজকের প্রভাত ডেস্ক : শক্তিশালী গেমিং ডেস্কটপ আনলো তাইওয়ানিজ টেক জায়ান্ট আসুস। মডেলটি ‘প্রিডেটর অরিয়ন ৯০০০’। যেটির বিশেষত্ব হলো কম্পিউটারটিতে ইন্টেলের কোর আই নাইন প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়াও ইনটেলের অপটেন মেমোরি ও ১ টেরাবাইট হার্ডডিস্ক রয়েছে এটিতে।
এক্সট্রিম সিরিজের প্রসেসর সম্বলিত এই গেমিং পিসিটি ২০১৭ সালের আইএফএ-তে প্রদর্শন করা হয়। অবশেষে এটি ভারতসহ এশিয়ার বাজারে এসেছে। ভারতের বাজারে ডেস্কটপটি বিক্রি হচ্ছে ৩ লাখ ১৯ হাজার ৯৯৯ রুপিতে।
গেমিং সিরিজের নতুন এই ডেস্কটপটিতে আছে এনভিডিয়া জিটিএক্স ১০৯০ আই গ্রাফিক্স কার্ড। এতে ১২৮ জিবি ডিডিআর ফোর র‌্যাম ব্যবহার করা হয়েছে।
বিশেষ ফিচার হিসাবে ডেস্কটপটিতে রয়েছে ইনটেলের অপটেন মেমোরি। যা দ্রুত গতিতে রিডিং ও রাইটিং স্পিড নিশ্চিত করবে। নতুন এই গেমিং সিপিইউতে রয়েছে ১ টেরাবাইট হার্ডডিস্ক।
সুদৃশ্য গেমিং কেসিং সমৃদ্ধ ডিভাইসটিতে আরজিবি লাইট ব্যবহার করা হয়েছে। ফলে এটি দেখতে বেশ আকর্ষণীয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।