ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে ও ইন্দোনেশিয়ার মধ্যে রাজনৈতিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার লক্ষ্য নিয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো তিন দিনের সফরে ঢাকা এসেছেন। শনিবার বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাকে অভ্যর্থনা জানান।
এটি জোকো উইদোদোর প্রথম ঢাকা সফর। এর আগে ২০১৫ ও ২০১৭ সালে ইন্দোনেশিয়া সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দুই বারই তিনি দেশটির প্রেসিডেন্টকে ঢাকা আসার আমন্ত্রণ জানিয়ে এসেছেন।
সরকারের একজন কর্মকর্তা বলেন, মুসলিম প্রধান দেশ হওয়ার কারণে বিভিন্ন বিষয়ে দুই দেশ একসঙ্গে কাজ করে। এই সম্পর্ক আরও বেগবান করতে চায় সরকার।
দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় ১ শত ৩০ কোটি ডলার এবং এরমধ্যে বাংলাদেশের রফতানি ৫ কোটি ডলারের কম।
দুই দেশের মধ্যে এই বিপুল পরিমাণ বাণিজ্যঘাটতি কিভাবে কমানো যায়, এই সফরে সেটি নিয়ে আলোচনা করার পাশাপাশি এলএনজি আমদানির জন্য ইন্দোনেশিয়ার সঙ্গে করা সমঝোতা স্মারকের বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রগতি ঘটতে পারে।
সফর সূচি: শনিবার রাতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকোর সম্মানে একটি নৈশভোজের আয়োজন করেছেন। রবিবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে সম্মান জানানোর পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। বৈঠক শেষ করেই তিনি রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিনে দেখার জন্য কক্সবাজারের উদ্দেশে রওয়ানা দেবেন। এরপর সোমবার সকালে তিনি ঢাকা ত্যাগ করবেন।
এটি জোকো উইদোদোর প্রথম ঢাকা সফর। এর আগে ২০১৫ ও ২০১৭ সালে ইন্দোনেশিয়া সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দুই বারই তিনি দেশটির প্রেসিডেন্টকে ঢাকা আসার আমন্ত্রণ জানিয়ে এসেছেন।
সরকারের একজন কর্মকর্তা বলেন, মুসলিম প্রধান দেশ হওয়ার কারণে বিভিন্ন বিষয়ে দুই দেশ একসঙ্গে কাজ করে। এই সম্পর্ক আরও বেগবান করতে চায় সরকার।
দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় ১ শত ৩০ কোটি ডলার এবং এরমধ্যে বাংলাদেশের রফতানি ৫ কোটি ডলারের কম।
দুই দেশের মধ্যে এই বিপুল পরিমাণ বাণিজ্যঘাটতি কিভাবে কমানো যায়, এই সফরে সেটি নিয়ে আলোচনা করার পাশাপাশি এলএনজি আমদানির জন্য ইন্দোনেশিয়ার সঙ্গে করা সমঝোতা স্মারকের বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রগতি ঘটতে পারে।
সফর সূচি: শনিবার রাতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকোর সম্মানে একটি নৈশভোজের আয়োজন করেছেন। রবিবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে সম্মান জানানোর পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। বৈঠক শেষ করেই তিনি রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিনে দেখার জন্য কক্সবাজারের উদ্দেশে রওয়ানা দেবেন। এরপর সোমবার সকালে তিনি ঢাকা ত্যাগ করবেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।