আজকের প্রভাত ডেস্ক: ইইই ডে ২০১৮ উদযাপন উপলক্ষে আজ ১৫ই ফেব্রুয়ারী ২০১৮ তারিখে ইস্টার্ন ইউনিভার্সিটির (ইইই) বিভাগ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাষ্ট্রিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মোজবাহ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ নুরুল ইসলাম এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ (ডিপিডিসি) এর প্রধান প্রকৌশলী, ইঞ্জিনিয়ার তাফিজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অধ্যাপক ড. মোঃ মাহফুজুর রহমান এবং উপদেষ্টা, অধ্যাপক ড. মোঃ আইনুল হক । ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মির্জা গোলাম রব্বানী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
দিনব্যাপী কর্মসূচিতে সেমিনার, ক্যারিয়ার এক্সাম কনট্ষ্টে, আইডিয়া কনটেস্ট, প্রজেক্ট ফেয়ার, অটোক্যাড ও সলিডওয়াকর্স এর ওপর কর্মশালা, খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক উৎসুক শিক্ষার্থী, ও শিক্ষকবৃন্দের উপস্থিতি অনুষ্ঠানটিকে আকর্ষণীয় করে তোলে। সম্প্রতি আই ই বি এর এক্রেডিটেশন পাওয়ায় শিক্ষাথীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায়।