ঢাকাWednesday , 20 December 2017

এক হয়ে মিলে কাজ করবে বাংলালিংক ও পাঠাও

editor
December 20, 2017 12:03 pm
Link Copied!

আজকের প্রভাত প্রতিবেদক : এক হয়ে মিলে কাজ করার প্রত্যয়ে দেশের ডিজিটাল সেবাপ্রদানকারী অপারেটর বাংলালিংকের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে দেশের উদীয়মান স্টার্টআপ পাঠাও। চুক্তি অনুযায়ী, কর্পোরেট সল্যুশন ও বিভিন্ন ক্যাম্পেইনে ভবিষ্যতে এক হয়ে কাজ করবে প্রতিষ্ঠান দুটি। এছাড়া পাঠাও-এর ডেলিভারি এজেন্টদের সিম কার্ড প্রদান করবে বাংলালিংক।
নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলালিংকের বিটুবি বিজনেসের পরিচালক (ভারপ্রাপ্ত) ফাহমিদুল হাসান এবং পাঠাও-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হুসেইন এম. ইলিয়াস।
বুধবার রাজধানীর গুলশানে অবস্থিত পাঠাও-এর প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
বাংলালিংকের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বিটুবি প্রোডাক্ট ও মার্কেটিং বিভাগের প্রধান রফিক আহমেদ, লার্জ কর্পোরেট সেগমেন্টের প্রধান মো. মশিউর রহমান, এসএমই বিভাগের প্রধান মো. বাকি বিল্লাহ; কর্পোরেট গ্রুপ ম্যানেজার পারভেজ আহমেদ, কর্পোরেট গ্রুপ ম্যানেজার রিয়াজ উদ্দিন খান, কর্পোরেট অ্যাকাউন্ট ম্যানেজার আফজাল খান এবং মার্কেটিং কমিউনিকেশনস ম্যানেজার রিফাত মাহজাবিন প্রমুখ।
পাঠাও-এর কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বিজনেস ডেভলপমেন্ট ডিরেক্টর ইফতেজার সাঈদ; ফুলফিলমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট নূর সাঈদ, অপারেশনস এন্ড বিজনেস এক্সপানশন বিভাগের সিনিওর ম্যানেজার জিয়া উ আহমেদ, বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার গোলাম ইশফাক এবং প্রোজেক্ট ম্যানেজার মাহফুজুল আমিন শেখ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।