আজকের প্রভাত প্রতিবেদক : এফোরটেক নিয়ে এলো সর্ম্পূণ নতুন আরামদায়ক কি-র্বোড। কেআর-৯২ মডেলের নতুন কি-র্বোড বাজারে নিয়ে এলো এফোরটেক। নতুন এই কি-বোর্ডটির বিশেষ ফিচারসমুহের মধ্যে রয়েছে কমর্ফোট রাউন্ডএজ কিক্যাপস ও ড্রেন হোলস। ১০৪ টি কি সমৃদ্ধ কি- বোর্ডটিতে আছে কানেক্টর টাইপ ইউএসবি ২.০।
এছাড়াও এতে আছে স্ক্রু ইনহ্যান্সড স্পেসবার, ১০ মিলিয়ন কি স্ট্রোকেস, ইউএস এ্যালোকেশন কিপ্যাড এবং ১.৫ এম ক্যাবল। এতো সব চমৎকার ফিচারসমৃদ্ধ কি-বোর্ডটির মূল্য মাত্র ৫৫০ টাকা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।