ঢাকাThursday , 15 March 2018

এবার ব্রিটিশ কূটনীতিকদেরও বহিষ্কার করতে যাচ্ছে রাশিয়া

editor
March 15, 2018 5:31 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাবেক রুশ গোয়েন্দা ও তার মেয়েকে রাসায়নিক প্রয়োগে হত্যা চেষ্টার ঘটনায় রাশিয়ার কাছ থেকে কোনো জবাব না পেয়ে সেদেশের ২৩ কূটনীতিককে বহিষ্কার করে ব্রিটেন। এর পাল্টা জবাব হিসেবে এবার সকল ব্রিটিশ কূটনীতিকদের বহিষ্কার করতে যাচ্ছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে একথা জানিয়েছেন।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ দেশিয় সংবাদমাধ্যমকে বলেন, ‘ব্রিটিশ কূটনীতিকদের বহিষ্কার করা হবেই।’ এর আগে, সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল এবং তার মেয়েকে বিষাক্ত নার্ভ গ্যাস প্রয়োগে হত্যার চেষ্টার বিষয়টি অস্বীকার করে রাশিয়া। এর পরেই ২৩ রুশ কূটনীতিককে বহিষ্কার করে ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে হুমকি দিয়ে বলেন, ‘ব্রিটেন ত্যাগ করতে তাদের মাত্র এক সপ্তাহ সময় দেয়া হয়েছে। অন্যথায় এসব রুশ কূটনৈতিককে অবৈধ গোয়েন্দা কর্মকর্তা হিসেবে বিবেচনা করবে ব্রিটেন।’
এসময় রাশিয়া সফর করতে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণকে তিনি উপহাস করেন।’ এ বছরের শেষে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা ফুটবল বিশ্বকাপে ব্রিটেনের রাজ পরিবারের কেউ যাবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি। উল্লেখ্য, গত ৩০ বছরে একসঙ্গে এতসংখ্যক কূটনীতিককে একযোগে বহিষ্কারের ঘটনা এটাই প্রথম।
এ বিষয়ে ব্রিটেনে অবস্থিত রুশ হাইকমিশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘এ ঘটনায় একতরফাভাবে ২৩ জন রুশ কূটনৈতিককে বহিষ্কার করা হচ্ছে ব্রিটেনের ‘অগ্রহণযোগ্য, অনৈতিক ও অদূরদর্শী সিদ্ধান্ত। তাছাড়া অধিকাংশ পর্যবেক্ষকই মনে করছেন, পুতিন এই হুমকিকে কোনো পাত্তাই দেবেন না। ইতিমধ্যেই রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ব্রিটিশ প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘রাজনৈতিক সার্কাস’ বলে পরিহাস করেছেন। বিবিসি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।