ক্রীড়া প্রতিবেদক : এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপের ২০তম আসরের প্রথম স্বর্ণ জিতেছে দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কম্পাউন্ড মিশ্র দলগতের ফাইনালে দক্ষিণ কোরিয়ার দুই আরচ্যার কিম জঙ্গো ও সো চিওন ১৫৭-১৫৩ পয়েন্টে হারিয়েছেন ভারতের জোতি সুরেখা ও অভিষেক বর্মনকে। প্রথম স্বর্ণ জয়ের মধ্যে দিয়ে প্রতিযোগিতার শ্রেষ্ঠত্ব ধরে রাখার পথে এগিয়ে থাকলো কোরিয়ানরা। এ ইভেন্টের ব্রোঞ্জ জিতেছে কাজাখস্তান। ব্রোঞ্জের লড়াইয়ে কাজাখস্তানের আকবর আলী কারাবায়েভ ও মাকারচুক দিয়ানা ১৫৫-১৫১ পয়েন্টে হারিয়েছেন চাইনিজ তাইপের চিন লু জু ও পান ইউ পিংকে।
এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপে ৩৩ টি দেশ অংশ নিচ্ছে ১০ স্বর্ণ পদকের লড়াইয়ে।
