কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম পুলিশ লাইনস মাঠে শনিবার (২১ এপ্রিল) বিকেল ৪টার দিকে কুড়িগ্রাম জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ২০টি ইভেন্টে অংশ নেয় পুলিশ সদস্যরা ও তাদের পরিবার।পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন,পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম,জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মোঃ জাফর আলী সহ পুলিশ বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।