ঢাকাTuesday , 9 January 2018

খন্দকার মোশাররফের আবেদন খারিজ

editor
January 9, 2018 9:18 am
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: দুর্নীতির এক মামলার পুনঃতদন্ত চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ইনায়েতুর রহিম ও সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। মোশাররফের পক্ষে শুনানি করেন জ্যৈষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী।
এ বিষয়ে খুরশীদ আলম খান জানান, মামলার অভিযোগপত্র যথাযথ হয়নি, যেসব সম্পত্তি নিয়ে অভিযোগ আনা হয়েছে তা তার মোশাররফের নামে নেই- উত্থাপন করে মামলাটির পুনঃতদন্ত চেয়ে বিচারিক আদালতে আবেদন করেছিলেন ড. খন্দকার মোশাররফ। তার এ আবেদন খারিজের পর হাইকোর্টে রিভিশন করেন তিনি। যেটি মঙ্গলবার খারিজ হয়ে যায়।
১৬ জানুয়ারি বিচারিক আদালতে এ মামলার অভিযোগ গঠনের জন্য দিন ধার্য রয়েছে।
২০০৮ সালের ১০ জানুয়ারি রমনা থানায় ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই বছরের ১৭ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।